কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেনাবাহিনীর অভিযানে ১০ কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অভিযুক্ত মাদক কারবারি।
রোববার সকাল ১১টার দিকে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভিতরবন্দ ডিগ্রি কলেজের সামনে থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীন ২২ বীরের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই মাদকদ্রব্য উদ্ধার করে।
অভিযানের নেতৃত্বে থাকা কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা মেজর শাহারিয়ার আহাদ জানান,
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও সংশ্লিষ্ট মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সেনা সূত্র।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.