ফিলিস্তিন সংকট নিয়ে জাতিসংঘ আয়োজিত উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (২৭ জুলাই) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তিন দিনব্যাপী এ সম্মেলন শেষে উপদেষ্টা আগামী ১ আগস্ট সকালে দেশে ফিরবেন।
জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৪ সালের ডিসেম্বরে গৃহীত প্রস্তাব A/RES/79/81 অনুযায়ী, ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে গাজা পরিস্থিতি, মানবিক সংকট এবং রাজনৈতিক সমাধান হিসেবে দ্বিরাষ্ট্র ভিত্তিক আলোচনার প্রসঙ্গ উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা therein অংশ নিয়ে এ বিষয়ে দেশের অবস্থান তুলে ধরবেন।
গুরুত্বপূর্ণ এই সফরের আগে চলতি মাসেই মালয়েশিয়া সফর সম্পন্ন করেছেন মো. তৌহিদ হোসেন। তিনি সেখানে আসিয়ানের আঞ্চলিক ফোরাম (এআরএফ)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.