রাজনৈতিক স্থিতিশীলতা ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কিছু ক্ষেত্র সংস্কারের চেষ্টা করলেও, অল্প সময়ের মধ্যে বড় ধরনের কোনো পরিবর্তন আনা সম্ভব নয়।
শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষক ড. হোসেন জিল্লুর রহমানের নতুন বই ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা : যাপিত জীবনের আলেখ্য’ প্রকাশ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আলোচনায় ড. সালেহউদ্দিন বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করা ক্রমেই কঠিন হয়ে পড়েছে। এই বাস্তবতা মোকাবিলায় সরকারের কার্যক্রমে চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করার মতো শক্তিশালী প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি থাকা প্রয়োজন। তার মতে, শুধুমাত্র প্রশাসনিক বা অর্থনৈতিক সংস্কার যথেষ্ট নয়; রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার জরুরি। কারণ প্রধানমন্ত্রী, সংসদ সদস্যসহ অনেকের ক্ষমতায় কার্যকর জবাবদিহিতার ঘাটতি রয়েছে।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে তিনি দেখেছেন, বাংলাদেশের মতো একটি দেশ শাসন করা সহজ নয়। অনেক চেষ্টার পরও কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব হয়নি। তবে তিনি বিশ্বাস করেন, বর্তমান সরকার কিছু ইতিবাচক দৃষ্টান্ত রেখে যেতে পারলে ভবিষ্যতের সরকার সেগুলো অনুসরণ করতে পারবে।
বাংলাদেশের ব্যাংকিং খাত প্রসঙ্গে কঠোর সমালোচনা করে অর্থ উপদেষ্টা বলেন, বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানরা তহবিলের প্রায় ৮০ শতাংশ অর্থ লোপাট করে বিদেশে পাচার করেছেন। উদাহরণ দিয়ে তিনি বলেন, যদি কোনো ব্যাংকে ২০ হাজার কোটি টাকা ঋণ প্রদানের হিসাব থাকে, তার মধ্যে ১৬ হাজার কোটি টাকাই মূলত লুট হয়ে গেছে।
তিনি জানান, দেশের ব্যাংকিং খাতকে স্থিতিশীল করতে প্রায় ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন হবে। যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এই চাহিদার প্রাথমিক হিসাব ১৮ বিলিয়ন ডলার বলেছিল। অর্থনীতির এই নাজুক পরিস্থিতিকে ‘ধ্বংসের দ্বারপ্রান্ত’ বলে উল্লেখ করেন তিনি।
কর-জিডিপি অনুপাতের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনো মাত্র ৭.৫ শতাংশ, যা অত্যন্ত কম। উন্নত দেশগুলোর মধ্যে নরওয়ে ও সুইডেনে এই হার অনেক বেশি, যা তাদের উন্নয়নের অন্যতম ভিত্তি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অধ্যাপক মাহবুব উল্লাহ, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি এম হুমায়ুন কবির, লেখক ও বিশ্লেষক অলতাফ পারভেজ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, অধ্যাপক আবু আহমেদ, গবেষক খন্দকার সাখাওয়াত আলী, ভুঁইয়া আসাদুজ্জামান এবং এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. আবদুল মজিদ।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.