বাণিজ্যিক যানবাহনের ইকোনমিক লাইফ ও বিআরটিএর চলমান অভিযানকে ঘিরে ৮ দফা দাবি পেশ করেছে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে (১১ আগস্টের মধ্যে) এসব দাবি বাস্তবায়ন না হলে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।
রবিবার (২৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ এবং শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান।
পরিবহন মালিকদের ৮ দফা দাবি:
১. সড়ক পরিবহন আইন-২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারা সংশোধনসহ অন্যান্য সুপারিশ বাস্তবায়ন।
২. বাণিজ্যিক যানবাহনের ইকোনমিক লাইফ ৩০ বছরে উন্নীত করা এবং সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত পুরাতন গাড়ির বিরুদ্ধে বিআরটিএর অভিযান স্থগিত।
৩. দ্বিগুণ অগ্রিম আয়কর (AIT) বাতিল করে আগের হার বহাল রাখা।
৪. রিকন্ডিশনড গাড়ি আমদানির সময়সীমা ৫ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করা।
৫. দুর্ঘটনায় আটক যানবাহন ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান চালু করা।
৬. মেয়াদোত্তীর্ণ যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন।
৭. মহাসড়কে তিন চাকার যান ও অনুমোদনহীন হালকা যান পৃথক লেনে চলাচলের ব্যবস্থা।
৮. ড্রাইভিং লাইসেন্স দ্রুত সরবরাহ এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা বাস্তবায়ন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সরকার যদি ১১ আগস্টের মধ্যে এসব দাবি মেনে না নেয়, তবে ১২ আগস্ট সকাল ৬টা থেকে ১৫ আগস্ট সকাল ৬টা পর্যন্ত সারাদেশে সকল প্রকার বাণিজ্যিক যান চলাচল বন্ধ থাকবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.