লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রতিপুর গুচ্ছগ্রামে কৃত্রিম জলাবদ্ধতায় অনেক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।
এ নিয়ে শুক্রবার বিকেলে আরসিটিভিতে “লালমনিরহাটে গুচ্ছগ্রামে কৃত্রিম জলাবদ্ধতা,পানিবন্দি শিশুসহ বৃদ্ধ-প্রতিবন্ধীরা” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের পর আজ শনিবার(২৬ জুলাই) বিকেলে পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার(চিড়া, মুড়ি, চিনি) বিতরণ করেন লালমনিরহাট-সদর ৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রভাষক হারুন আর রশিদ।
এ সময় উপস্থিত ছিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালমনিরহাট জেলার সদস্য ফিরোজ আল হাসান।
উল্লেখ্য যে, আরসিটিভিতে খবর প্রকাশ হওয়ার পর পরেই লালমনিরহাট সদর উপজেলা প্রশাসন পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন ও তাৎক্ষণিক ভুক্তভোগীদের খাবারের ব্যবস্থা করেছিলেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.