আরটিভিতে সংবাদ প্রকাশের পর কৃত্রিম জলাবদ্ধতায় দুর্ভোগে থাকা লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের রতিপুর গুচ্ছগ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পানিবন্দি পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তাও বিতরণ করা হয়েছে।
রতিপুর গুচ্ছগ্রামের সভাপতি চুমকি বেগম আরটিভিকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা খুব অসহায় অবস্থায় ছিলাম। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আরটিভিকে আন্তরিক ধন্যবাদ।”
এ বিষয়ে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাশ বলেন, “আরটিভির মাধ্যমেই আমরা বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিই। জনদুর্ভোগ নিয়ে সংবাদ প্রচারের জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানাই।”
উল্লেখ্য, প্রায় দুই সপ্তাহ ধরে কৃত্রিম জলাবদ্ধতায় পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছিল রতিপুর গুচ্ছগ্রামের ৯টি পরিবার। মোট ৫৩টি পরিবার ছিল চরম দুর্ভোগে।
সংবাদ প্রচারের পর দ্রুত সাড়া দিয়ে সমস্যার সমাধানে এগিয়ে এসেছে প্রশাসন, যা স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.