সারাদেশে একযোগে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাট জেলা এই শপথ পাঠ ও আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছে ভার্চুয়ালি।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভার্চুয়ালি শপথ বাক্য পাঠ করান সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মাননীয় উপদেষ্টা সারমিন এস. মুরশিদ।
লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের প্রজেক্টরে সরাসরি যুক্ত ছিলেন লালমনিরহাটের জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহত ও প্রত্যক্ষ অংশগ্রহণকারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতা।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ. এম. রকিব হায়দার, লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি. আর. সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মতিয়ার রহমান, সহকারী পরিচালক সামিউল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.