পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের নেতৃবৃন্দ মোঃ আসাদুজ্জামান সরকার, মোঃ তানজিনা আলী, আব্দুল কাদের, জয়নার আবেদীন, জামিনুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষার অধিকার সকলের জন্য সমান, অথচ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না, যা সম্পূর্ণভাবে বৈষম্যমূলক।
তারা বলেন, দীর্ঘদিন ধরে কিন্ডারগার্টেনগুলো প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অথচ সরকারি স্বীকৃতি না থাকায় এসব শিক্ষার্থী বারবার অবহেলার শিকার হচ্ছে। অবিলম্বে এই বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জানান বক্তারা।
এ সময় বক্তারা ঘোষণা দেন, দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.